সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
একজন বাগানির বাগান বেলি ছাড়া কখোনই পরিপূর্ন হয় বলে আমার মনে হয় না। বেলি সবার কাছে প্রিয় তার মনমাতান সৌরভ আর শুভ্র রুপের জন্য।
নতুন চারা তৈরি: বেলির ডাল থেকে নতুন চারা করা অনেক সহজ। একটি মোটা ডাল কেটে নিয়ে একে কিছুদিন পানি ভরতি বোতলে রেখে দিলেই ডালটিতে শিকড় গজাবে, ব্যস মাটিতে পুতে দিলেই হয়ে যাবে নতুন একাটি চারা।
যত্ন: বেলি গাছে পানি না শুকানোর আগে দিতে নেই। গাছটির জীবনিশক্তি প্রচুর, তবুও নিয়মিত সার দিলে অনেক বেশি ফুল পাওয়া যায়।
ফুল ফুটা শেষ হলে ডাল ছেটে দেয়া উত্তম, এতে করে নতুন ফুল করে ফুল আসে এবং গাছের আকার ও ঠিক থাকে।