গোলাপী রেইন লিলি – PINK RAIN LILY



ফুল ফুটার সময়ঃ বর্ষাকাল

বিশেষ বৈশিষ্ট্য: প্রজাপতি আকর্ষণ ও যত্ন ছাড়া সহজেই বংশবিস্তার করে

ফুলের রঙ: গোলাপি, সাদা অর হলুদ

যত্নঃ সমৃদ্ধ, সমানভাবে আর্দ্র এবং ভাল মাটি প্রদান করতে হবে। কড়া রোদের আলোতে অথবা উজ্জ্বল স্থানে রাখুন। ছায়াতে রাখা হলে ফুলের পরিমান অনেক কমে যায়। যদি উজ্জ্বল আলোতে রাখা হয় তবে নিয়মিতভাবে প্রায় সারা বর্ষাকাল জুড়ে ফুল ফোটে। এটি সাধারনত বালব থেকে দ্রুত বংশ বিস্তার করে আবার বীজ থেকেও চারা গজান যায়।