দোপাটি – IMPATIENS BALSAMINA/ BALSAM


দোপাটি মুলত বাংলাদেশ, ভারত ও মায়ানমার অঞ্চলের ফুল। এটি বর্ষাকালের ফুুল। গাছটি অতি সহজেই জন্মাতে পারে কোন যত্ন ছাড়াই। এর ফল শুকানোর পর ফেটে বীজ বের হয়, আর সে বীজ থেকেে অতি সহজেই অনেক নতুন চারার জন্ম নেয়।

আজকাল অনেক উন্নত জাতের দোপাটি কিনতে পাওয়া যায়, যেগুলোর ফুলের পাপড়ি আরো বেশি আর আকারেও বেশ বড় হয়ে থাকে। দোপাটি কয়েক রং এর পাওয়া যায় যেমন গোলাপি, সাদা, কমলা, কড়া গোলাপি।