ফুল ফুঁটার সময়ঃ গ্রীষ্মকাল
ফুলের রঙ: হলুদ
যত্নঃ অল্কানন্দা ভিজা মাটি পছন্দ করে না। একে মাসে এক অথবা দুবার সার দিন। অল্কানন্দা শীতকালে বিশ্রাম নেয়, ফুল হয়না, তাই শীতকালে সার না দেয়াই ভাল। এই উদ্ভিদ মাকড়সা ও নান রকমের পোকা দ্বারা সহজেই আক্রান্ত হয় তাই সেদিকে খেয়াল রাখতে হবে। একে কড়া রোদে রাখলে ফুল অনেক বেশি পাবেন। গাছটি কিছুটা লতানো, তাই পাশে লাঠি অথবা বাশ দিয়ে রাখতে পারেন, যাতে মাটিতে পরে না যায়।